মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন
উপকূল বাঁচাও, দেশ বাঁচাও, পৃথিবী বাঁচাও স্লোগানে বরিশালে সমাবেশ ও প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপকূলীয় জলবায়ু আন্দোলন কমিটি।
শুক্রবার (২৯ নভেম্বর) সকালে বরিশাল নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
জলবায়ু আন্দোলনের সংগঠক কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর শাহ সাজেদা, অধ্যাপক আব্দুল মোতালেব হাওলাদার, জেলা নারী পরিষদের সাধারণ সম্পাদক পুষ্প রানী, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, উন্নয়ন সংস্থা আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, শুভংকর চক্রবর্তী, সোহানুর রহমান সোহান প্রমুখ।
বক্তারা জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির হাত থেকে উপকূলীয় এলাকার মানুষকে বাঁচাতে জলবায়ু তহবিলের ন্যায্য হিস্যা দাবি করেন।