শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
বরিশাল নগরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এই ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানা গেছে। শনিবার (২৩ নভেম্বর) রাত ১১টার দিকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ সংলগ্ন সড়কে এই ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক অভয় দাস (২০) গৌরনদীর সরিকর এলাকার সজল দাসের ছেলে। সে বরিশালের একটি বেসরকারি পলিটেকনিক ইনিষ্টিটিউটের ছাত্র এবং সে নগরের শেরে বাংলা সড়ক এলাকায় মেসে বসবাস করতো। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক নথুল্লাবাদ থেকে সিএন্ডবি রোডের দিকে যাচ্ছিলো। ওইসময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে এর আরোহী অভয় গুরুত্বর আহত হয় । তাকে উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বিষয়টি নিশ্চিত করে বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের ওসি জাহিদ বিন আলম জানান, এই ঘটনায় ট্রাকটিকে আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। এছাড়া মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।