শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন
বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের দায়িত্বপ্রাপ্ত সেরেস্তাদার আব্দুল কাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ রফিকুল ইসলাম তাকে সাময়িকভাবে বরখাস্ত করেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল গফ্ফার খান। তবে তাকে বরখাস্তের পাশাপাশি কারন দর্শানোর একটি নোটিশও দেয়া হয়েছে। যদিও নোটিশে কি বিষয়ে জানতে চাওয়া হয়েছে তা জানা যায়নি। এর আগে গত ১৭ নভেম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের সেরেস্তাদারের সহকারী রেখা রানী দাসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এদের বিরুদ্ধে অনৈতিকভাবে অর্থ আদায়ের অভিযোগ ওঠে। যে সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে।