বুধবার, ১৪ মে ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
ঘুর্নিঝড় বুলবুলের কারণে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপের সময়সীমা বৃদ্ধি করেছে বরিশাল শিক্ষা বোর্ড। মঙ্গলবার (১৯ জুলাই) রাতে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েব সাইটে পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ারুল আজিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘুর্নিঝড় বুলবুলের কারণে ২০২০ সালের এসএসসি পরীক্ষার ফরম ফিলাপের সময়সীমা ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং টিটি করার শেষ সময় ২৪ নভেম্বর। বিলম্ব ফিস ছাড়াই ফরম পূরণ করা যাবে বলে জানা গেছে। এছাড়াও বিজ্ঞপ্তিতে ম্যানুয়াল পদ্ধতিতে ফরম পূরণ গ্রহণ করা হবে না বলেও জানানো হয়।