শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
‘নুতন ধান্যে হবে নবান্ন উৎসব হবে আজ’ স্লোগানে বরিশালে অনুষ্ঠিত হয়েছে নবান্ন উৎসব। এ উৎসব উপলক্ষে বুধবার (২০ নভেম্বর) বেলা ১২টায় নগরের বর্ণাঢ্য এক র্যালি বের করা হয়। বরিশাল বিভাগীয় সার্বজনীন শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মন্দিরের উদ্যোগে র্যালিটি মন্দির প্রাঙ্গণ থেকে বের হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নগরের নতুনবাজারের আদিশ্মশান অমৃতাঙ্গণের মতুয়া মন্দিরে গিয়ে শেষ হয়। এর আগে সকালে মঙ্গল ঘট স্থাপন, শ্রী শ্রী হরিলিলামৃত পাঠ, মহা হরিনাম সংকীর্তন, হরি গুরুচাদ ঠাকুরের পূজা-অর্চনা অনুষ্ঠিত হয়। সেখানে ধানকাটা, নতুন চাল দিয়ে নবান্ন তৈরি সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠান চলে দুপুর পর্যন্ত। এদিকে, নবান্ন উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।