বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সভাপতি জাহিদ রিপন, সম্পাদক আকাশ।।  মহিপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন কুয়াকাটায় ধরা পড়ল বিরল প্রজাতির ‘গিনি “অ্যাঞ্জেল ফিশ মহিপুরে জেলে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত কক্সবাজারের হত্যা মামলার আসামি কলাপাড়ায় গ্রেফতার কলাপাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ১ লক্ষ টাকা জরিমানা কুয়াকাটার সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা চেষ্টার অন্যতম আসামি গ্রেপ্তার মহিপুরে অবৈধভাবে খাল ভরাট, ভ্রাম্যমান আদালতের হানায় পাইপ বিনষ্ট, জরিমানা ৫০ হাজার টাকা স্বৈরাচারের দোসরদের স্থান স্বেচ্ছাসেবক দলে হবেনা ।। নেছার উদ্দিন জাফর বগা ফেরিতে চলছে বকশিসের নামে চাঁদাবাজি,ভোগান্তিতে পরিবহন চালক কলাপাড়ায় আন্তর্জাতিক ‘নীলাকাশের জন্য নির্মল বায়ু’ দিবস উদযাপন রায়পাশা কড়াপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত কলাপাড়ায় মিথ্যা মামলা প্রত্যাহার’র দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কলাপাড়ায় শিক্ষার্থীকে ধর্ষন ও হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ৮ দফা দাবিতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্থদের মানববন্ধন
ঝালকা‌ঠির লবণ দি‌য়েই ব‌রিশালের চা‌হিদা মিট‌বে ২ মাস

ঝালকা‌ঠির লবণ দি‌য়েই ব‌রিশালের চা‌হিদা মিট‌বে ২ মাস

Sharing is caring!

বাজা‌রে পর্যাপ্ত মজুদ থাকা স‌ত্ত্বেও এক শ্রেণির অসাধু ব্য‌ক্তি লবণ মজু‌দের বিষ‌য়ে সামা‌জিক যোগা‌যোগ মাধ্যমসহ বি‌ভিন্ন উপা‌য়ে গুজব ছড়ি‌য়ে জনসাধার‌ণের ম‌ধ্যে আতঙ্ক তৈ‌রির অপপ্রয়া‌সে লিপ্ত র‌য়ে‌ছে। যা অ‌নৈ‌তিক, উ‌দ্দেশ্যপ্রণোদিত ও ভি‌ত্তিহীন। স‌রকার‌কে বিব্রত করার অপ‌চেষ্টা ছাড়া কিছুই নয়।

মঙ্গলবার (১৯ সে‌প্টেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাস‌নের সভাকক্ষে বি‌শেষ প্রেস কনফা‌রে‌ন্সে বরিশালের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী একথা ব‌লেন।

এসময় বিভাগীয় ক‌মিশনার ব‌লেন, গোটা দে‌শে লবণের কোনো ঘাট‌তি নেই, ভ‌বিষ্য‌তে হওয়ার সম্ভাবনাও নেই। বর্তমা‌নে দে‌শে সাড়ে ছয় লাখ মেট্রিকটন লবণ মজুদ র‌য়ে‌ছে। আর ব‌রিশাল জো‌নে মজুদ র‌য়ে‌ছে ৮ হাজার মে‌ট্রিকটন লবণ।

‘ব‌রিশাল বিভা‌গের ঝালকা‌ঠি জেলায় বেশ ক‌য়েক‌টি লবণের কারখানা র‌য়ে‌ছে। সেখা‌নে মা‌লিক স‌মি‌তির সভাপ‌তির সঙ্গে কথা হ‌য়ে‌ছে। তি‌নি জা‌নি‌য়ে‌ছেন লবণের কোনো ক্রাই‌সিস নেই। য‌দি দেখাও দেয়, ত‌বে তাদের কা‌ছে যে লবণ মজুদ র‌য়ে‌ছে তা দি‌য়ে ব‌রিশাল বিভা‌গের চা‌হিদা মি‌টি‌য়ে উদ্বৃত্ত থাক‌বে।

‌বিভাগীয় ক‌মিশনার ব‌লেন, ঝালকা‌ঠি‌তে এই মুহূ‌র্তে ‌মোট ৬ হাজার ৩৭৮ ‌মেট্রিকটন লবণ মজুদ র‌য়ে‌ছে, যার ম‌ধ্যে ৬৪ মে‌ট্রিকটন প্যা‌কেট করা অবস্থায় এবং ১৭০ মে‌ট্রিকটন প্যা‌কেটজাত করার অ‌পেক্ষায় র‌য়ে‌ছে। ঝালকা‌ঠিতে মজুদ করা মোট লবণ দি‌য়ে দু’মাসের বেশি সময় ব‌রিশালের চা‌হিদা মিট‌বে।

‌তি‌নি আরও ব‌লেন, লবণের মৌসুম শুরু হ‌য়ে‌ছে এই নভেম্বর থে‌কে যা আগামী মার্চ পর্যন্ত চল‌বে। ফ‌লে মজুদ লবণের সঙ্গে নতুন লবণের উৎপাদনও শুরু হ‌য়ে গে‌ছে। যে কারণে লব‌নের ঘাট‌তির সু‌যোগ কখনই সৃষ্টি হ‌বে না।

এসময় তি‌নি জনসাধার‌ণকে গুজ‌বে কান না দি‌য়ে অ‌তি‌রিক্ত লবণ কেনা থে‌কে বিরত থাকার আহ্বান জানান। পাশাপা‌শি ব্যবসায়ী‌দের লবণ মজুদ ক‌রে কৃ‌ত্রিম সংকট তৈ‌রি না করার অনু‌রোধ ক‌রেন।

সংবাদ স‌ম্মেল‌নে জেলা প্রশাসক এসএম অ‌জিয়র রহমান ব‌লেন, গোটা ব‌রিশা‌লে প্রশাসন সজাগ র‌য়ে‌ছে। বে‌শি দা‌মে লবণ বি‌ক্রি ব‌ন্ধে জেলা ও উপ‌জেলা প্রশাসনের পক্ষ থে‌কে অ‌ভিযান চালা‌নো হ‌চ্ছে। এরইম‌ধ্যে ব‌রিশাল নগর, হিজলা, মুলাদী ও মে‌হে‌ন্দিগঞ্জে ৬ ব্যবসায়ী‌কে ১ লাখ ৭ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে।

পাশাপা‌শি গুজ‌বে কান না দি‌য়ে স‌চেতন হওয়ার জন্য জনসাধারন‌কে স‌চেতন ক‌রে সামা‌জিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, মাই‌কিংয়ের মাধ্য‌মে প্রচারণা চালা‌নো হ‌চ্ছে। গুজব সৃ‌ষ্টিকারী ও মজুদকারী‌দের সন্ধা‌নে আইন-শৃঙ্খলা বা‌হিনী তা‌দের কার্যক্রম প‌রিচালনা কর‌ছে।

সংবাদ স‌ম্মেল‌নে ব‌রিশাল জেলার পুলিশ সুপার সাইফুর ইসলাম, মেট্রোপ‌লিটন পু‌লি‌শের উপ-ক‌মিশনার (দ‌ক্ষিণ) মোয়া‌জ্জেম হো‌সেন ভূঞা, সাংবাদিক, ব্যবসায়ী স‌মি‌তির নেতাসহ জেলা প্রশাস‌নের অন্য কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD