রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন
বরিশালের কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে ৫০ মন জাটকা জব্দ করেছে কোষ্টগার্ড ও মৎস অধিদপ্তর। বুধবার (০৬ নভেম্বর) এসব জাটকা নিয়মানুযায়ী প্রকাশ্যে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় দিয়ে দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে জেলা মৎস অফিসের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস জানান, মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত কীর্তনখোলা নদীতে মৎস অধিদপ্তর ও কোষ্টগার্ড যৌথ অভিযান চালায়। এসময় বিভিন্ন নৌযানে তল্লাশী চালিয়ে ৫০ মন জাটকা জব্দ করা হয়।