সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন জানিয়ে সংবাদ সম্মেলন করলেন বরিশাল ৪ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ।
বরিশাল জেলা আওয়ামী লীগের হেবিওয়েট নেতারাসহ কেন্দ্রীয় কয়েক নেতা পঙ্কজ নাথের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলে দাবী পঙ্কজ নাথের।
প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রীর কাছে পঙ্কজের ভাবমূর্তি নষ্ট করতেই একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে লেগে আছে বলেই দাবী তার।
বুধবার সকালে নিজ নির্বাচনী এলাকা মেহেন্দিগঞ্জের মুক্তিযোদ্ধা পার্ক মাঠে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যানরা। এতে পঙ্কজ নাথ অভিযোগ করেন বরিশাল ৪ আসনে সকল নির্বাচনে বরিশাল জেলা আওয়ামী লীগের কয়েক নেতারা মনোনয়ন বানিজ্য করেন। সংসদ সদস্য হিসেবে তার তো নয়ই, হিজলা, মেহেন্দিগঞ্জের তৃনমূলের কোন নেতাদেরই মতামত নিয়ে নৌকার প্রার্থী না দেয়ায় বারবার নৌকা পরাজিত হয় তার নির্বাচনী এলাকা হিজলা, মেহেন্দিগঞ্জে। এর জন্য তিনি জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইউনুস তালুকদারসহ জেলার নেতাদের দায়ী করেন।
এসময় বিভিন্ন প্রশ্নের জবাবে পঙ্কজ নাথ জানান, বৈধ ব্যবসার মাধ্যমে তার সম্পদ অর্জন হয়েছে। কোন অন্যায় কাজের সাথে তিনি সম্পৃক্ত নয় জানিয়ে কিছু গণমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যচার করা হচ্ছে বলে দাবী করেন।