বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৮ অপরাহ্ন
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন, যেই জনগণের ট্যাক্সের টাকায় বেতন ,রেশন হয় সেই জনগণের সেবা দানে কোন গাফিলতি হচ্ছে কি-না তা জানতেই “ওপেন হাউস ডে”। সোমবার (০৪ নভেম্বর) দুপুরে বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানা আয়োজিত “ওপেন হাউস ডে ” তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, আমরা কোন ধরনের অপরাধকে প্রশ্রয় দেবো না। অপরাধী যে-ই হোক না কেন তাকে আইনের আওতায় আনতে হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম ,উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি মোয়াজ্জেম হোসেন ভূঁঞা,সহকারী পুলিশ কমিশনার কমিউনিটি পুলিশিং বিএমপি নাসির উদ্দিন মল্লিক,সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি ফায়জুর রহমান, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রমুখ।