শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
বরিশালের হিজলায় ইয়াবাসহ ৩ যুবককে আটক করা হয়েছে। আটকের সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রোববার (২৯ সেপ্টেম্বর) হিজলা উপজেলার দুর্গারপুর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন হিজলার খুন্না গবিন্দপুর গ্রামের মনির হোসেন মিয়ার ছেলে মো. রাসেল ওরফে জনি মিয়া (২৬), মুলাদীর তের চর গ্রামের মৃত সামসুল মোল্লার ছেলে মো: ফেরদৌস মোল্লা (২৬) ও কাজীরহাটের আন্ধারমানিক এলাকার আবদুল মালেক খানের ছেলে মো: সুমন খান (২০)।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।