শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন
বরিশালে নানা আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের মহালয়া পর্ব।
আজ শনিবার সকাল সাড়ে ৬টায় নগরীর স্ব রোড শ্রীশ্রী রাধা গোবিন্দ নিবাস মন্দিরের সম্মুখে এই মহালয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে অসংখ্য হিন্দু ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। ধর্মীয় গান, নাচ ও নাটক এই অনুষ্ঠানে উপস্থাপন করা হয়।
২০১৮ সাল থেকে অগ্রগামী যুব সংঘ নামে একটি সংগঠন মহালয়া অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এবার দ্বিতীয়বারের মত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।
হিন্দু শাস্ত্র মতে দেবী পক্ষের সূচনায় মহালয়া অমাবশ্যা ও দুর্গাপূজোর একটা যোগাযোগ রয়েছে। এরই অংশ হিসেবে আজ সকালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এখানে আসা হিন্দু ধর্মাবলম্বীরা জানান, মহালয়ার মধ্যে দিয়েই দুর্গাপূজোর আনুষ্ঠানিকতা শুরু হয়।
এদিকে ভোর সাড়ে ৫টায় নগরীর শ্রীশ্রী শংকর মঠ থেকে মহালয়ার বার্তা নিয়ে নগরীতে শো-ডাউন বের করা হয়। পুলিশের কড়া নিরাপত্তায় শো-ডাউনটি নগরী প্রদক্ষিণ করে।