শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
বরিশাল কেন্দ্রীয় কারাগারে অনুষ্ঠিত হলো মাদক বিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আজ শনিবার বিকেল ৪টায় কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা মাদকের কুফল বিষয়ে কারাগরের বাসিন্দাদের অবহিত করেন। কারাগার থেকে বেরিয়ে মাদকমুক্ত জীবন গড়ার জন্য তাদের প্রতি আহ্বান জানান বক্তারা। এক্ষেত্রে শাসনের পক্ষ থেকে যেকোনো সহযোগিতা করার আশ্বাস দেন বক্তারা।
সভায় সভাপতিত্ব করেন, সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক। প্রধান অতিথির বক্তৃতা করেন, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক এএএম হাফিজুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, সাংস্কৃতিক ব্যক্ত্বি এসএম ইকবাল প্রমূখ।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।