শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন
বরিশালের উজিরপুর উপজেলায় বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন কম-বেশি আহত হওয়ার খর পাওয়া গেছে।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উজিরপুরের মেজর এম এ জলিল সেতুর ঢালে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।স্খানীরা জানায়, বাসটি বরিশাল থেকে ভুরঘাটা দিকে যাত্রী নয়ে যাচ্ছিলো। দুর্ঘটনাস্থল অতিক্রম কালে বিপরীতমুখি একটি কাভার্ড ভ্যানের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনের কমপক্ষে ১০ জন আহত হয়।এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগ সূত্রে জানাগেছে, এ দুর্ঘটনায় আলী আকন (৬৫), বাচ্চু(৩০) শাকিব (২৫), সাইদা (৩০), আলাউদ্দিন (৪০) ও অজ্ঞাত (২৮) নামের এক যুবকসহ ৮ জন চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। গৌরনদী হাইওয়ে থানার এসআই আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। পাশাপাশি চলাচল সচল রাখতে সড়ক থেকে দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে ফেলা হয়।