শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন
মানবন্ধন, পদযাত্রা, শহীদ মিনারে অবস্থান কর্মসূচি আর জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদানের মধ্যদিয়ে বরিশালে বৈশ্বিক জলবায়ু সপ্তাহে শিশু কিশোরদের আয়োজনে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে দশটায় অশ্বিনী কুমার হলের সামনের সড়কে মানবন্ধন শেষে পদযাত্রা করে শহীদ মিনারে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে। এরপর জেলা প্রশাসকের কাছে স্মরকলিপি দেয়।
ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিজের আয়োজনে কর্মসূচিতে উপস্থিত জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, জলবায়ুর ক্ষেত্রে বাংলাদেশে যে বিরুপ প্রভাব পড়েছে এরজন্য বাংলাদেশ মোটেই দায়ী নয়। দায়ী কার্বন নিঃসরণকারী উন্নত দেশগুলো।
আমরা মনে করছি তরুণদের এই আন্দোলনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে একটি বার্তা যাবে, যাতে করে কার্বন নিঃসরণের হার কমবে এবং বাংলাদেশের পরিবেশ বিপর্যয়ের জন্য তারা ক্ষতিপূরণ দিতে বাধ্য হবে।