শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন
বরিশালের বাকেরগঞ্জে সরিষার তেলের মোড়ক পরিবর্তন করে বাজারজাত করার অপরাধে একজনে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাধবী রায় পরিচালিত ভ্রাম্যমান আদালতে এ দন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, র্যাব- ৮ এর সহযোগীতায় উপজেলা প্রশাসন বাকেরগঞ্জের রুনসী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার সময় সুরেশ সরিষার তেলের মোড়ক পরিবর্তন করে ভিন্ন মোড়কে বাজারজাত করার পাশাপাশি মিথ্যা বিজ্ঞাপন দারা ভোক্তাদের প্রতারিত করার অপরাধে আসামি মোঃ আলী হোসেনকে আটক করা হয়। পরে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারা মোতাবেক দন্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাধবী রায়।