শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন
বরিশাল নগরে এক তরুনীকে ধর্ষন এবং তরুনীর অপ্রিতীকর ছবি/ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। বৃহষ্পতিবার (২২ আগষ্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার এসআই ফিরোজ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় ভিকটিম কলেজ পড়ুয়া ছাত্রীর নানা কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে নগরের বিআইপি কলোনী সংলগ্ন এলাকা থেকে রায়হান (২২) নামের ওই যুবককে আটক করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিন) মোয়াজ্জেম হোসেন ভূঞা বলেন, বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ধর্ষন ও পর্ণগ্রাফি আইনে মামলা নেয়া হচ্ছে। পাশাপাশি এ ঘটনার সাথে যারাই জড়িত থাকবে তাদের আইনের আওতায় অবশ্যই আনা হবে।