রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
মু,হেলাল আহম্নেদ রিপন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
জেলার বিশিষ্ট সাংবাদিক, এটিএন বাংলা ও এটিএন নিউজের পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি এবং মহিপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদ রিপনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পটুয়াখালী জেলা প্রেসক্লাব। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত( ৮ জানুয়ারি ) বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ঢাকার মিরপুর ইসলামী ব্যাংক হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তারা উল্লেখ করেন, জাহিদ রিপন ছিলেন একজন সাহসী, সৎ ও নিষ্ঠাবান সাংবাদিক, যিনি দীর্ঘদিন ধরে উপকূলীয় এলাকার মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা জাতীয় পর্যায়ে তুলে ধরেছেন।
তার সংবাদ পরিবেশনে ছিল দায়িত্ববোধ, মানবিকতা ও পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত। বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকতার পাশাপাশি তিনি সংগঠক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
মহিপুর প্রেসক্লাবের সভাপতি হিসেবে তিনি সাংবাদিকদের ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং নৈতিক সাংবাদিকতা চর্চায় সক্রিয় ছিলেন।
তার নেতৃত্বে প্রেসক্লাবের বিভিন্ন সামাজিক ও জনস্বার্থমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে, যা স্থানীয় সাংবাদিক সমাজকে আরও সুসংগঠিত করেছে। নেতৃবৃন্দ বলেন, জাহিদ রিপনের মৃত্যুতে পটুয়াখালী জেলার সাংবাদিকতা অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে, যা সহজে পূরণ হওয়ার নয়।
তার অবদান ও কর্মজীবন সাংবাদিক সমাজে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। পটুয়াখালী জেলা প্রেসক্লাব মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেছে এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।