শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৩৭ লক্ষ টাকা মূল্যের ৫ হাজার ২৫০ কেজি জাটকা জব্দ জরা হয়েছে।
গত ২ রা জানুয়ারি (বৃহস্পতিবার মধ্যে রাতে আনুমানিক ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে যৌথ অভিযানে পটুয়াখালী সদর থানাধীন টোলপ্লাজা সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এসময় অভিযান চলাকালীন সময় উক্ত এলাকায় সন্দেহ জনক ১টি যাত্রীবাহী ঢাকা কুয়াকাটা রুটের বাস তল্লাশি করে প্রায় ৩৬ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের ৫ হাজার ২৫০ কেজি জাটকা জব্দ করা হয়।
এসময় বাস চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত জাটকা উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা ও গরীব দুস্থ ও অসহায় হতদরিদ্রের মাঝে এ মাছ বিতরণ করা হয়।
এ ব্যপারে মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান তারা।