সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ অপরাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১লা ডিসেম্বর বিকাল ৫ ঘটিকায় নগরীর সদর রোডস্হ বিএনপি এর কার্যালয়ে এই আয়োজন করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এবায়দুল হক চাঁন। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
আয়োজক বীর মুক্তিযোদ্ধা এবায়দুল হক চাঁন সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
তিনি দেশের সকল মানুষের কল্যাণ ও শান্তি কামনা করেন।