শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন
বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে বাসের ধাক্কায় অটোচালকসহ দুই স্কুল শিক্ষক আহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত ৮ টার দিকে বাউফল- কালাইয়া সড়কের সবুজ বেকারীর সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের স্বজন মো. মজিবুর রহমান জানান. আজ মঙ্গলবার রাতে দাসপাড়া সরদার বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হক ও বড় ডালিমা স্বনির্ভর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম বাউফল থেকে অটোগাড়ীতে নিজ বাড়ী দাশপাড়া গ্রামের বাবুর্চি বাড়ীর দিকে যাচ্ছিলেন।
এ সময় বাউফল-কালাইয়া সড়কের সবুজ বেকারীর সামনে পৌছালে পিছন দিকে থেকে আসা বাউফল ট্রাভেস নামে ঢাকা-উলানিয়াগামী বাস(বাস নং- চট্রোমেট্রো-ব-১১১৪১৮) অটোগাড়ীটিকে ধাক্কা দিলে অটোগাড়ী উল্টে সড়কের পাশে পড়ে যায়।
এতে অটোগাড়ীর চালকসহ শিক্ষক আব্দুল হক ও মাওলানা শহিদুল ইসলাম গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। আহতদের মধ্যে আব্দুল হককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ছে। এ ঘটনয় স্থানীয়রা বাস ও বাসের চালক
মো. আরিফ হোসেনকে আটক করেছেন।
বাউফল(পটুয়াখালী