শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:২৮ অপরাহ্ন
বর্তমান সরকারের শাসনামলে মামলায় জর্জরিত হয়ে বিএনপি নিঃস্ব হয়ে গেছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, এরপরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন তারা।
শনিবার দুপরে লালমনিরহাটের হাতীবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন ফখরুল। এ সময় তিনি এ কথা বলেন। হাতিবান্ধা ও আদিতমারী উপজেলার দুইটি স্থানে মোট এক হাজার দুইশ পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয় বিএনপির পক্ষ থেকে।
ফখরুল বলেন, ‘বিগত ১২/১৩ বছর জনগণহীন সরকারের হামলা, মামলায় জর্জরিত হয়ে আমরা নিঃস্ব হয়েছি। তবুও আমাদের যেটুকু আছে, তাই নিয়ে এসেছি। বন্যার্তদের সহায়তা করে সহানুভূতি জানাতে।’
গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে উত্তরাঞ্চলের বিস্তীর্ণ জনপদ বন্যায় আক্রান্ত। সরকারের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে। তবে বিভিন্ন এলাকা থেকেই পর্যাপ্ত সহায়তা না পাওয়ার অভিযোগ করছেন দুর্গতরা।
ফখরুল বলেন, ‘আসলে এ সরকারের সঙ্গে জনগণের কোনো সম্পর্কই নেই। এরা মানুষকে ভালোবাসে না। তাই এদের কোনো দায় দায়িত্ব নাই। বন্যাদুর্গত এলাকায় কোনো এমপি, মন্ত্রী বা সরকার দলীয় নেতাকর্মীদের দেখা নাই। তারা ক্ষতিগ্রস্তদের পাশে না দাঁড়িয়ে লুটপাটে ব্যস্ত।’
‘বন্যা কবলিত মানুষদের জন্য যে পরিমাণ ত্রাণ সহায়তা প্রয়োজন। সে অনুপাতে
সরকার ত্রাণ পৌঁছাতে পারেনি। দুর্যোগ কবলিত মানুষের পাশে বিএনপি সব সময়
থাকে।’
সরকারকে পুরোপুরি ব্যর্থ দাবি করে তার পদত্যাগও দাবি করেন বিএনপি নেতা।
বলেন, ‘দেশে আইনের শাসন না থাকায় গুজব ছড়িয়ে গণপিটুনিতে মানুষ মরছে।
সন্তানের সামনে মাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হচ্ছে। সরকার ডেঙ্গু দমনেও
ব্যর্থ হয়ে ছেলে ধরা গুজবের মত গুজব বলে চালিয়ে দিচ্ছে।’
‘পুলিশ মানুষকে নির্বিচারে গুলি করছে। আদালতে গেলে বিচার নেই, টাকা ছাড়া থানায় মামলা হয় না। টাকা ছাড়া চাকরি নেই।’
দেশে গণতন্ত্র নেই দাবি করে ফখরুল বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার করার আন্দোলনের ঘোষণা দেওয়ায় খালেদা জিয়াকে দীর্ঘ ১৬/১৭ মাস ধরে কারাগারে আটকে রেখেছে এ অবৈধ সরকার।’
‘খালেদা জিয়াকে মুক্ত করতে বিএনপি’র কর্মসূচি চলছে। আমরা সারাদেশে
সমাবেশ করছি। আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে তবে তাকে মুক্ত করা
হবে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু, যুগ্ন সম্পাদক সৈয়দ
মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, কেন্দ্রীয়
সদস্য হাসান রাজীব প্রধান, জেলা বিএনপির সম্পাদক হাফিজার রহমান বাবলা ও
হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন প্রমুখ এ সময় বক্তব্য
রাখেন।