শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন
কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি :
পটুয়াখালীর কলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুইতলা ভবন নির্মানে অনিয়মের অভিযোগে এলকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ করে দিয়েছে এলজিইডি।
বৃহস্পতিবার বেলা এগারোটায় পৌর শহরের ৯ নং ওয়ার্ডের বড় শিকদার বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এলজিইডি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই বিদ্যালয়ের ৩ টি অতিরিক্ত শ্রেনীকক্ষ নির্মানের লক্ষে দুইতলা ভবন নির্মানের উদ্যোগ নেয় এলজিইডি।
৮১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা ব্যয়ের এ ভবনের নির্মান কাজ পায় মেসার্স গাজী কনষ্ট্রাকশন নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ইতিমধ্যে শেষ হয়েছে এ ভবনের ৭০ শতাংশ নির্মান কাজ।
তবে ২০২৩ সালের সেপ্টেম্বরে নির্মান কাজ শুরুর পর পরই নিম্নমানের রড ও সিডিউল বহির্ভূত সামগ্রী ব্যবহারের বারবার অভিযোগ তোলেন এলাকাবাসী।
দীর্ঘদিনেও ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় এলাকাবাসীর বিক্ষোভের মুখে কাজ বন্ধ করে দেয় এলজিইডি।
কলাপাড়া এলজিইডির উপজেলা প্রকৌশলী সাদেকুর রহমান সাদীক বলেন, এলাকাবাসীর অভিযোগ পাওয়ায় নির্মান কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া