রবিবার, ১৩ Jul ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক গাজী মোঃ জাবেদ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার সোয়েব মাহমুদ।
শুক্রবার(১১ জুলাই) ঢাকাস্থ কাকরাইলের আইডিiবি ভবন মিলনায়তনে দিনব্যাপী সম্মেলনের ২য় পর্যায় বিকেলে উপস্থিত সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে কে এম শাহজুল ইসলাম সাজু,সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে এইচ এম রিয়াজ এবং সাংগঠনিক সম্পাদক পদে এইচ এম ইব্রাহিম নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু, স্পন্দন কলাপাড়ার সভাপতি আবুল হাসনাত রিমন সিকদার, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন,উপজেলা যুবদলের আহবায়ক হারুনর রশীদ, উপজেলা শ্রমিকদল সভাপতি গাজী মো.হারুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন বাদল মৃধা, উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার, এমবি কলেজ ছাত্রদলসহ কলাপাড়া উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বিজয়ী সাংগঠনিক সম্পাদক এইচ এম ইব্রাহিম বলেন, ৫টি পদে ভোটের মাধ্যমে সুপার ফাইভ নির্বাচিত হয়েছে। পরবর্তীতে এরা পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। অত্যন্ত আনন্দমুখর পরিবেশে
সংগঠনের ১৬৮ জন সদস্যদের মধ্যে ১৪৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নবনির্বাচিত কমিটির সভাপতি গাজী মো.জাবেদ বলেন, আমাদের সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করায় সংগঠনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অতীতের ন্যায় আগামী ২ বছর নির্বাচিত কমিটির মাধ্যমে ঢাকায় অবস্থানরত জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের সংগঠিত করতে এবং ঐক্যবদ্ধ রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।
সেই সাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৪ আসন কলাপাড়ায় এবিএম মোশাররফ হোসেন কে বিজয়ী করতে জোড়ালো ভূমিকা পালন করব ইনশাআল্লাহ।
মোয়াজ্জেম হোসেন কলাপাড়া