সোমবার, ০৭ Jul ২০২৫, ১০:৪০ অপরাহ্ন
মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ
সৎ যোগ্য এবং সুশিক্ষিত নেতৃত্বের মাধ্যমেই শিক্ষা ব্যাবস্থার উন্নয়ন করা সম্ভব। একজন শিক্ষিত মানুষ ইচ্ছে করলে শিক্ষা, শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানকে সঠিক পথে এগিয়ে নিতে পারেন। পলাতক আওয়ামী লীগ সরকার তাদের পছন্দের অযোগ্য লোকজন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি নিয়োগ দিয়েছিলেন।
যার ফলশ্রুতিতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকরা প্রতিনিয়ত হয়রানির শিকার হয়েছিলেন। কলাপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্বাচিত কমিটির সদস্যদের সাথে মতবিনিময় কালে একথা বলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
তিনি আরও বলেন, বর্তমানে যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন ডিগ্রি পাশ থাকতে হয়।
যা শিক্ষার উন্নয়নে একটি ভালো দিক। তিনি নবনির্বাচিত কমিটির সদস্যদের শিক্ষা এবং প্রতিষ্ঠানের উন্নয়নে সর্বোচ্চ কাজ করতে অনুরোধ করেন।
(০৫ জুলাই) বিকালে কলাপাড়া উপজেলার চাকামইয়া বেতমোর মাধ্যমিক বিদ্যালয়, পাঁচজুনিয়া পিএনডি মাধ্যমিক বিদ্যালয় এবং মধ্য টিয়াখালী একেএইচএম মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির সদস্যরা ফুলেল শুভেচছা দিতে আসলে তাদের সাথে মতবিনিময়কালে একথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, নবনির্বাচিত সভাপতি চাকামইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান, গাজী মো.আল আমিন, ফাতেমা নাসরিন সীমা, প্রতিষ্ঠান প্রধান মাহাবুব উল্লাহ লিটন, মো.জসিম উদ্দিন, উপজেলা শ্রমিক দল সভাপতি গাজী মো.হারুন সহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকৃৃন্দ এবং বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া