সোমবার, ০৭ Jul ২০২৫, ১০:৩২ অপরাহ্ন
কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা :
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ার বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
গত ৩ দিনের বৃষ্টিতে বিভিন্ন নিচু স্থানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে রয়েছে নিম্ন আয়ের মানুষ। উপকূলীয় এলাকার আকাশ এখনো ঘন মেঘাচ্ছন্ন রয়েছে।
এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠেছে। উপকূলীয় এলাকা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সকল সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এছাড়া পটুয়াখালী,বরিশাল, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, চট্রগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব নদী বন্দর সমূহকে দুপুর ১ টা পর্যন্ত ০১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
মহিপুর ফয়সাল ফিস সত্বাধিকারী ইউপি চেয়ারম্যান মো, ফজলু গাজী জানান, সাগরে মাছধরারত সকল ট্রলারকে নিরাপদে থেকে মাছ ধরতে বলা হয়েছে।মোয়াজ্জেম হোসেন