মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার সিকদার মাহবুবঃ
পটুয়াখালীর গলাচিপায় দীপ অঞ্চল চর কাজল মঙ্গল বাড়িয়া পুরান বাজারে গভীর রাতে আগুনে পুড়ে ছাই আবাসিক হোটেলসহ ৪টি দোকানের লক্ষ লক্ষ টাকার মালামাল, আগুনে পুড়ে যায়।
ফায়ার সার্ভিস এর ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি স্থানীয়রা।
শেষ সম্বলটুকু হারিয়ে আজকে তারা পথের ভিখারী, সরকারের কাছে আর্থিক সহযোগিতা চেয়ে দাবি জানাচ্ছেন আগুনে পুড়ে যাওয়া দোকানের ও মালামাল ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
১৫ই জুন সোমবার গভীর রাতে পাশা পাশি বজলু মেম্বারের ইলেকট্রনিক্স দোকানের সিসি টিভির ক্যামেরার ফুটেছে দেখা যায়, সুবাস বাবুর জামা কাপুরের লন্ডির দোকান ও তার ছেলের সেলুনের দোকান থেকে এই আগুনের উৎপত্তি ঘটে, এ সময় রফিক মোল্লার ১টি আবাসিক হোটেল ও ১টি বসতঘরের নিচ তলায় ভাড়া দেওয়া ২টি চায়ের দোকান, ইব্রাহিম সরদারের মোদী ও চায়ের দোকান, সুভাষ বাবুর লন্ডির দোকান ও তার ছেলের সেলুনের দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের কাছে মুঠোফোন জানতে চাইলে তিনি বলেন বিষয়টি আমাকে জানানো হয়েছে আমি সাথে সাথে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য শুকনো খাবার এবং কম্বলের ব্যবস্থা করেছি, এবং অতি শীগ্রই সরকারি বরাদ্দের টিন দিয়ে আগুনে পুড়ে যাওয়া দোকান ঘর হুলো উঠোনোর ব্যবস্থা করে দেয়া হবে বলে তিনি জানান।।