বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় গুড নেইবারস বাংলাদেশ এর ডিআরআর “প্রকল্পের সমাপনি ও ফলাফল অর্জন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের (পায়রা) সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
এসময় গুড নেইবারস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর বার্টিন গমেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি ইয়াসিন সাদীক।
এছাড়া সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, সিপিপি সহকারি পরিচালক আছাদউদজ্জামান খান, কলাপাড়া প্রেসক্লাবের আহবায়ক মো.হুমায়ুন কবির, সিপিপি টিমলিডার মোতালেব হাওলাদার সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয় কলাপাড়ার ঝুকিপূর্ন ৩টি ইউনিয়নে দুর্যোগ প্রস্তুতি ও ঝুকিহ্রাস করনে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
এরমধ্যে ২টি মাল্টিপারপাস সাইক্লোন সেলটার নির্মান ও ৪টি সাইক্লোন সেল্টার সংস্কার করা হয়েছে, যা জানমালের ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
মোয়াজ্জেম হোসেন কলাপাড়া
২৬/০৫/২০২৫