সোমবার, ২৬ মে ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন
মোঃ হাফিজুল ইসলাম শান্ত স্টাফ রিপোর্টারঃ
পটুয়াখালীর গলাচিপায় চরকাজল ইউনিয়ন ছোট শিবা গ্রামের ৫ নং ওয়ার্ডে নিজ জমিতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে আপন ভাইয়ের লাঠির আঘাতে এক ভাই মৃত্যুর পথ যাত্রী।
এতে উভয় পক্ষই নারীসহ গুরুতর আহত চার জনকে উন্নত চিকিৎসার জন্য গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
জাহাঙ্গীর হাওলাদার,তার স্ত্রী ও বড় ছেলে বলেন,গত ২২শে মে বৃহস্পতিবার সকালে আনুমানিক ১১ টার সময় নিজ জমিতে গাছ পালা রক্ষা করতে বেড়া দেওয়াতে কেন্দ্র করে পূর্ব শত্রুতা জের ধরে পরিকল্পিতনভাবে ইসমাইল হাওলাদারের ছেলে মোঃ আলমগীর হাওলাদারসহ তার পরিবারের সকল সদস্যরা কথা কাটাকাটিতে উভয় পক্ষই জরিয়ে পরি।
এবং আমি ছাড়তে গেলে আমাকে শক্ত লাঠি দিয়ে আমার ভাই আলমগীর আমাকে মেরে ফেলার উদ্দেশ্য আমার মাথায় আঘাত করে।
আমি মাটিতে পরে যাই তার পর কি হয়েছে জানিনা। জাহাঙ্গীর হাওলাদার আরো বলেন,প্রথমে আমার ছোট ছেলেকে মেরেছে।
আমি জিজ্ঞাসা করতে গেলে আমাকেও মারধর করে আমার ভাই আলমগীরসহ তার স্ত্রী ও তার দুই মেয়ে এবং আরেক ভাই বেলাল।মুল কারণ বাড়িতে আমার জমিজমা বেশি।টাকা থাকেলও বিপদ না থাকলেও বিপদ।
স্থানীয়রা ডাক চিৎকার শুনে আসলে চরশিবা ফাঁড়িতে অবহিত করলে পুলিশ ঘটনাস্থানে এসে তদন্ত করেন।উভয় পক্ষকের গুরুতর আহতদেরকে চিকিৎসা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাঠানোর পরামর্শ দেন। এ বিষয়ে গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ বলেন বিষয়টি দুঃখজনক অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা ন হবে।