রবিবার, ০৪ মে ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বাদ মাগরিব সদর রোড বিএনপি দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং কেক কাঁটা হয় ।
বরিশাল মহানগর শ্রমিকদলের আহবায়ক রাজপথের বলিষ্ঠ নেতৃত্ব মোঃ ফয়েজ আহমেদ খানের সভাপতিত্বে আড়ম্বরপূর্ণ এই আয়োজনে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বরিশাল মহানগর বিএনপির বিপ্লবী আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক ।
মনিরুজ্জামান খান ফারুক পহেলা মে দিবসের র্যালীকে সুন্দর এবং স্বার্থকভাবে সমাপ্ত করার জন্য উপস্থিত শ্রমিকদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।
বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালী মহানগর শ্রমিকদলের নেতৃবৃন্দ কে শুভেচ্ছা জানান বরিশাল মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার জিয়া ।
সভাপতির বক্তব্যে মেহনতী শ্রমিকদের আশ্রয়স্থল ফয়েজ খান বলেন , নায্য অধিকার আদায়ের আন্দোলনকে আমরা একটি দিন বা দিবসের মধ্যে আটকে রাখার পক্ষপাতী না । আমরা শ্রমিকবান্ধব জননেতা জিয়াউর রহমানের আদর্শের অনুসারী ।
যিনি নিজেকে একজন শ্রমিক হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন । আমাদের ঘাম ঝড়ানো পরিশ্রমের বিনিময়ে দেশের অর্থনীতির চাকা সচল থাকে ।
কিন্তু আমরাই সেই দেশে বঞ্চিত এবং উপেক্ষিত শ্রেণী হিসেবে অবিরাম লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি দাবী আদায়ের জন্য । অনুষ্ঠানের শুরুতে বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুককে সঙ্গে নিয়ে কেক কেঁটে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন বরিশাল মহানগর শ্রমিকদলের আহবায়ক সদস্য সচিব সহ অনুষ্ঠানে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী ।
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের রূহের মাগফিরাত , বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা সহ বিগত ১৭ বছরে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আহত এবং নিহত নেতাকর্মীদের জন্য বিশেষ মুনাজাত পরিচালনার মাধ্যমে জাঁকজমকপূর্ণ আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয় ।