বৃহস্পতিবার, ০৩ Jul ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
পটুয়াখালী সিকদার মাহবুবঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের বড়শিবা ও ছোট শিবা গ্রামে বজ্রপাতে ৫ গরুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
২১শে এপ্রিল, সোমবার দুপুর ১টা ৩০ মিনিটের সময় কালবৈশাখী ঝড় শুরু হলে হঠাৎ করে বজ্রপাতের ঘটনা ঘটে।
এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানিও ঘটে গৃহপালিত পশুর মধ্যে। স্থানীয় সূত্রে জানা যায়, বজ্রপাতের সময় চরশিবা সাংগঠনিক ইউনিয়নের ৬ ও ৭নং ওয়ার্ডে কয়েকটি অসহায় পরিবারের একমাত্র অবলম্বন হিসেবে থাকা গরুগুলো মারা যায়।
ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন ছোট শিবা গ্রামের হানিফ মুন্সির ছেলে মোঃ হেমায়েত মুন্সির ১ গাভী, মোঃ মোস্তফা হাওলাদারের ছেলে মোঃ সেকান্তার হাওলাদারের ১টি গাভী, নাসির হাওলাদারের ছেলে মোঃ ইয়াসিন হাওলাদারের দুটি গরু,১টি গাভী ও ১টি বহন গরু, আব্দুর রবের ছেলে মোঃ নিরবের ১টি গাভী,বজ্রপাতে মোট ৫টি গরু মারা যাওয়ার খবর পাওয়া যায়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, এই গরুগুলোর উপরেই তাদের জীবিকা ও সংসার নির্ভরশীল এখন তারা চরম অসহায় অবস্থার মুখোমুখি।।