শুক্রবার, ০৪ Jul ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ফল উৎসব, কৃষক বাজার  ও শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা সুমনের সদস্য সচিব পদ স্থগিত করার প্রতিবাদে মানববন্ধন চাঁদাবাজ দখলবাজ এবং দুর্নীতিবাজ মুক্ত মেহেন্দিগঞ্জ গড়তে চাই ।। মেজবাহ উদ্দিন ফরহাদ বিসিসি’র ২২নম্বর ওয়ার্ডের সড়ক ও ড্রেনেজ নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান বাউফ‌লে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে হ-ত্যা চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে লিখনি বজায় রাখবে বাংলানিউজ – মেজবাহ উদ্দিন ফরহাদ কলাপাড়ায় দুই এইচএসসি পরীক্ষার্থী বহিস্কার সরকারি সৈয়দ হাতেমআলী কলেজের শিক্ষকদের বিদায় সংবর্ধনা শিক্ষাবোর্ড কর্মচারী বড় সিরাজের দলবদল পরিক্রমা শের-ই বাংলা মেডিকেলের মেডিসিন বিভাগ পূর্বের স্হানে ফিরিয়ে নেয়ার দাবীতে মানববন্ধন বরিশালে ছাত্রশিবিরের “সাথী শিক্ষা বৈঠক–২০২৫” অনুষ্ঠিত অসুস্থ শ্রমিকদল নেতার পাশে দাঁড়ালেন ফয়েজ খান কুয়াকাটায় অতিরিক্ত মদপানে পর্যটকের মৃত্যু সরকারি সৈয়দ হাতেমআলী কলেজের বিএ অনার্স (২০১৯-২০) এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বরিশালে কাশিপুর ও বাঘিয়ায় সক্রিয় অপরাধীরা, প্রশাসনের নজরদারী বাড়ানোর দাবিতে মানববন্ধন
স্কাউট পিএস চূড়ান্ত মূল্যায়নে বরিশাল বিভাগে কলাপাড়া সেরা

স্কাউট পিএস চূড়ান্ত মূল্যায়নে বরিশাল বিভাগে কলাপাড়া সেরা

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 46;

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

২০২৩ইং সালের জাতীয় পর্যায়ের প্রেসিডেন্ট’স স্কাউট এওয়ার্ড মূল্যায়নে বরিশাল বিভাগের মধ্যে কলাপাড়া উপজেলা সেরা পারফরম্যান্স করেছে। ১৯ মার্চ বাংলাদেশ স্কাউটস পরিচালক (প্রোগ্রাম) মোসা.মাহফুজা পারভীন স্বাক্ষরিত গেজেটে এর সত্যতা নিশ্চিত হওয়া যায়।

ফলাফল পর্যালোচনায় দেখা যায় সমগ্র বাংলাদেশের ৬৯৭ জন পিএস অর্জন করেছে। যার মধ্যে বরিশাল বিভাগের ৩১ জন সাফল্য অর্জনকারীর শুধুমাত্র কলাপাড়া উপজেলায়ই ১০ জন পিএস লাভ করেছেন।

বিভাগীয় ফলাফলে বরিশাল জেলায় ৭ জন, পটুয়াখালী জেলায় ১২ জন, বরগুনা ৩ জন, ভোলা ২ জন, ঝালকাঠি ২ জন,পিরোজপুর ৫জন এ সাফল্য অর্জন করেছে।
জানা গেছে, কলাপাড়া উপজেলার সাফল্য পর্যালোচনায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ৭জন, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ২জন এবং নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ জন পিএস অর্জন করেছে। নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির সাফল্য অর্জনকারী শিক্ষার্থী মো.হিজবুল্লাহ বলেন, এ অর্জন সমগ্র কলাপাড়াবাসীকে উৎসর্গ করলাম। তিনি আরও বলেন, উপজেলা স্কাউটস কমিটি আমাদের তৈরি করতে অনেক সহযোগিতা করেছেন।

খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও উপজেলা স্কাউটের সাবেক সম্পাদক মো.নূরুল হক বলেন, উপজেলা স্কাউটস এর সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম এর নির্দেশনা মোতাবেক এই সকল কৃতি শিক্ষার্থীদের পিএস মূল্যায়নের প্রস্তুতিতে কঠোর অনুশীলন করা হয়েছে।

যার ফল হিসেবে আজকের এ অর্জন। কলাপাড়া উপজেলা স্কাউটস’র এডহক কমিটির সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খান জানান, উপজেলা স্কাউটস সভাপতিসহ কমিটির অন্যান্য সদস্যদের নিরলস পরিশ্রমের ফসল হিসেবে আজকের এই অর্জনে উপজেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস সভাপতি মোঃ রবিউল ইসলাম জানান, উপজেলা পর্যায়ে ১০ জন প্রেসিডেন্ট স্কাউট এওয়ার্ড অর্জন করায় সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাচ্ছি।

তিনি আরো জানেন, উপজেলা স্কাউটস এর উন্নয়নে অতীতের মত ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

২১/০৩/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD