বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন
মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর বাংলায় দিয়ারা জরিপে অবৈধ ও ভুয়া বন্দবস্তকারীদের অনুপ্রবেশ বন্ধের দাবীতে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শতাধিক লোকের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অদ্য( ৩ রা মার্চ) সকাল ১১ টার সময় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাবেপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ঘন্টাবেপী মানববন্ধনে চর বাংলার আঃ রব বলেন,আমাদের জমি ছেড়ে আমরা কোথাও যাব না।প্রয়োজনে আমরা কাফনের কাপড় পড়ে এই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জীবনকে বিসর্জন দিব। এমনটাই হুংকার দিয়ে জানান দিলেন চরবাংলার হতদরিদ্র খেটে খাওয়া সাধারন মাবুষ। উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, আমরা দির্ঘদীন এই চর বাংলায় বসবাস করি বাপ দাদার আমল হইতে।
বর্তমান দিয়ারা জরিপে কিছু অসাধু আওয়ামী লীগের দোসর ভুয়া বন্দোবস্তের কাগপ বানাইয়া আমাগো চর থেইক্কা বেদখল করার পায়তারা চালাইতেছে। গলাচিপা উপজেলার ৩/৪ টা গ্রুপ আছে এদের বাহীনি নিয়ে আমাদের উপর অমানবিক নির্যাতন চালায়।
আমরা এসব ভূমিদস্যুর হাত থেকে পরিবার নিয়ে বাচতে চাই। পরিশেষে মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান প্রদান করেন চর বাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতি লিমিটেড, চর বাংলা, গলাচিপা, পটুয়াখালী।