মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় হারানো স্বজনদের স্মৃতির উদ্দেশ্যে পালিত হয়েছে শ্মশান দিপাবলী উৎসব। বুধবার সন্ধ্যায় উপজেলার মহাশ্মশান ঘাটগুলোতে মোমবাতি প্রজ্জ্বলন করে এ উৎসব পালন করা হয়। এসময় শ্মশানের সামনে বাহারী খাবারের পসরা সাজিয়ে প্রার্থনা করেন স্বজনরা। প্রিয়জনের আত্মার শান্তি কামনায় ঢাকের বাদ্য ও ধর্মীয় গানে পূজা অর্চনায় মেতে ওঠেন সনাতনীরা।
আলোকসজ্জায় সজ্জিত করা হয় শ্মশান ঘাটগুলো। এর আগে সকাল থেকে শ্মশানগুলো ধুয়ে মুছে পরিচ্ছন্ন করেন তারা।
পৌর শহরের কর্মকার পট্টির বাসিন্দা স্বর্গীয় মাহেন্দ্র নাথ কর্মকারের ছোট ছেলে বিশ্বজিৎ কর্মকার জানান, বাবা-মায়ের শ্মশান এখানে।
বিকেল থেকে পরিবারের সদস্যদের নিয়ে এখানে এসেছি। শ্মশান কালী পূজা, দ্বীপ যাত্রা এবং নাম কীর্তন করেছি। সবশেষে প্রসাদ নিয়ে বাড়িতে ফিরেছি।
কলাপাড়া কেন্দ্রীয় মহাশ্মশানের সাধারণ সম্পাদক সজল সমাদ্দার জানান, সনাতন ধর্মাবলম্বীরা তাদের প্রয়াত স্বজনদের স্মরণ এবং আত্মার শান্তি কামনায় আজ সন্ধ্যার পরই মোমবাতি, ধুপকাঠি ও প্রদীপ প্রজ্জ্বলিত করেন।
মূলত মৃতের স্বজনরা তাদের আত্মার শান্তি কামনা ও পূর্ণ লাভের আশায় প্রতিবছর ভুত চতুর্দশীর পূণ্য তিথিতে মহাশ্মশানে সমবেত হন হিন্দু সম্প্রদায়ের হাজারো নারী-পুরুষ। মোমবাতির আলোতে আলোকিত হয়ে উঠেছে পুরো শ্মশানটি। আমাদের ভলান্টিয়ার সদস্য সহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত ছিলেন।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
৩০/১০/২০২৪