মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী।।
পটুয়াখালীতে মাধ্যমিক স্তরের কারিকুলাম বিস্তরন-২০২২ এর জীবন ও জীবিকা বিষয়ের ০৬ দিনব্যাপী অকুপেশনাল স্কিল কোর্স-২০২৪ শুরু হয়েছে।
সোমবার(০৩ জুন) সকাল ৯টায় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জেলার বিভিন্ন উপজেলার ৪২ জন মাধ্যমিক শিক্ষকদের এ প্রশিক্ষণ’র উদ্বোধন করেন জেলা শিক্ষা কর্মকর্তা ও কোর্স কো-অর্ডিনেটর মো.মুজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল জব্বার সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রুহুল আমিন এবং শিক্ষা কর্মকর্তা(আইসিটি) মো.আইয়ুব আলী।
০৬ দিন ব্যাপী কোর্সের প্রশিক্ষক ছিলেন পটুয়াখালী সরকারি বালিকা বিদ্যালয়’র সিনিয়র শিক্ষক মো.মতিউর রহমান এবং নাজিরপুর গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কমল গুপ্ত।
জেলা শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, আগামী ১০ জুন থেকে উপজেলা পর্যায়ে ০৫ দিনের প্রশিক্ষণ পরিচালনার জন্য মাস্টার ট্রেনারদের এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে।