বুধবার, ১৬ Jul ২০২৫, ১১:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম এর পঞ্চম মৃত্যু বাষিকী পালিত বরিশালে দিনে দুপুরে বাসা থেকে মোটরসাইকেল চুরি কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত কলাপাড়ায় শিক্ষকের বাড়িতে ডাকাতি।।১৩ ভরি স্বর্ণালঙ্কার ৫০ হাজার টাকা লুট বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিল কুয়াকাটায় মাধ্যমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন।। নতুন সাইনবোর্ড পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হলেন কলাপাড়া থানার রাসেল খান ব‌রিশা‌লে সাংবা‌দি‌কের বিরু‌দ্ধে বিএন‌পি নেত্রীর মামলার প্রতিবা‌দে মানববন্ধন ব‌রিশা‌লে সড়‌কে বৃক্ষ রোপন ক‌রে বি‌ক্ষোভ ব‌রিশা‌লে প‌লি‌টেক‌নিক শিক্ষার্থী‌দের বিক্ষোভ কলাপাড়ায় পাঁচ কিমি কাঁচা সড়কে হাঁটুজল দুর্ভোগে পথচারীরা কলাপাড়া প্রেসক্লাবের ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি কুয়াকাটায় জলবায়ু মোকাবেলায় রাখাইন জনগোষ্ঠীর প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ সভাপতি জাবেদ, সম্পাদক সোয়েব।।ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত জাগুয়া ইউনিয়ন বিএনপির নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন
বরিশালে ছাত্র ফ্রন্টের উদ্যোগে শহীদ সুরকার আলতাফ মাহমুদের ৯০তম জন্মদিন পালন

বরিশালে ছাত্র ফ্রন্টের উদ্যোগে শহীদ সুরকার আলতাফ মাহমুদের ৯০তম জন্মদিন পালন

Sharing is caring!

অনলাইন ডেক্স: আজ ২৩ ডিসেম্বর বিকাল ৪ টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখা পরিচালিত শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পাঠাগারে শহীদ সুরকার আলতাফ মাহমুদের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক আয়োজন ও আলোচনা সভা আয়োজন করা হয়।

সভার শুরতে সাংস্কৃতিক আয়োজন শেষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সভাপতি বিজন সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় আলোচনা করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সম্পা ঘোষ, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সভাপতি মাফিয়া বেগম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ, অর্থ সম্পাদক ফারজানা আক্তার, স্কুল বিষয়ক সম্পাদক মিনহাজুল ইসলাম ফারহান প্রমুখ।

আলোচকরা বলেন, শহীদ আলতাফ মাহমুদের জন্ম ১৯৩৩ সালের আজকের এই দিনে বরিশালের মুলাদিতে। ব্যক্তিজীবনে তিনি শুধু একজন সুরকার-ই ছিলেন না, ছিলেন বাঙালির মুক্তি আন্দোলনের অন্যতম যোদ্ধা।

ভাষা আন্দোলনের কালজয়ী গান “আমার ভাইয়ের রক্তে রাঙানো”র সুরকার তিনি। মুক্তিযুদ্ধের সময়েও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমেও মুক্তি আন্দোলনে দেশাত্মবোধক গানের মাধ্যমে ভূমিকা রেখেছেন।

শেষ পর্যন্ত ৭১এর যুদ্ধ চলাকালীন সময়ে ৩০ আগস্ট তাকে পাক হানাদার বাহিনী বাসা থেকে তুলে নিয়ে গেলে তিনি আর ফিরে আসেন নি।

আলোচকরা আরও বলেন, এই সংগ্রামী মানুষরা, যাদের আত্মত্যাগের ফলে আজকে আমরা স্বাধীন দেশে চলতে, মাতৃভাষায় কথা বলতে পারছি তাঁদের স্মরণের ক্ষেত্রে রাষ্ট্রীয় কোন উদ্যোগ পরিলক্ষিত হয় না। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মনে করে এই আত্মত্যাগী মহান মানুষদের চেতনা বর্তমান প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়া প্রয়োজন এবং এ বিষয়ে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ গ্রহণ করা দরকার।

আলোচনা সভা শেষে শহীদ আলতাফ মাহমুদের প্রতিকৃতির প্রতি লাল সালাম জানিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD