মঙ্গলবার, ১৫ Jul ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: সবার জন্য স্বাধীনতা, সমতা ও ন্যায়বিচার এই স্লোগান নিয়ে আজ ১০ ডিসেম্বর রবিবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে যথাযথ মর্যাদায় মানবাধিকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য এক র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয় পরে সেখানে জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার বরিশাল ওয়াহিদুল ইসলাম বিপিএম, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল মোঃ সোহেল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মনদীপ ঘরাইসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রতিনিধি, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অতিথিরা মানবাধিকার দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।