মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০১:৩২ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ : “নজরুল চেতনায় বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বরিশালে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয়েল সম্মেলন কক্ষে শনিবার (২৫ মে) বেলা ১১ টায় জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি বরিশাল এ অনুষ্ঠানের আয়েঅজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।
জেলা কালচারাল অফিসার মোঃ হাসানুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রবীন শীষ ও সুব্রত বিশ্বাস দাস, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, সংস্কৃতিজন অ্যাডভোকেট এস এম ইকবাল, বরিশাল জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ হোসেন চৌধুরী, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলসহ সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় কবি নজরুলের জীবনি সম্পর্কে বিস্তর আলোচনা করা হয়।