শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন
মোহাজ্জেম হোসেনঃ
ঈদুল আযহার দ্বিতীয় দিনে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভীড় জমিয়েছে হাজারো পর্যটক। বৃহস্পতিবার দুপুর থেকেই সৈকতে এসকল পর্যটকের আগমন ঘটে। আগত পর্যটকরা নেচে গেয়ে আনন্দ উন্মাদনায় মেতেছেন। অনেকে আবার প্রিয়জনদের সঙ্গে সেলফি তুলছেন। কেউবা আবার সমুদ্রের নোনা জলে গাঁ ভাসাচ্ছে। কেউবা আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। কেউবা আবার ঘুরছেন ঘোড়ায় কিংবা ওয়াটার বাইকে। মোটকথা সৈকতে ঈদ উন্মদনায় মেতেছে পর্যটকরা। তবে বিগত বছরগুলোর তুলনায় এবছর কম সংখ্যক পর্যটকের আগমন ঘটেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আগতদের সার্বিক নিরপত্তায় ট্যুরিষ্ট পুলিশের টহল লক্ষ করা গেছেকুয়াকাটা সিকদার রিসোর্ট’র ম্যানেজার মো: আলামীন জানান, রমজানের ঈদের চেয়ে পর্যটক অনেক কম তবে সামনের দিনগুলোতে পর্যটক বাড়ার সম্ভাবনা রয়েছে।
কুয়াকাটা হোটেল মোটেল অনার্স এসোসিয়েশন’র সাধারণত সম্পাদক মোঃ মোতালেব শরীফ জানান, আজকে থেকে পর্যটক আসা শুরু করেছে, ঈদুল ফিতরের মতো পর্যটকের ভীড় নেই। রাজনৈতিক ইস্যু ও বৈরী আবহাওয়ার কারনে পর্যটক কম। আবহাওয়া ঠিক হলে পর্যটক বাড়ার সম্ভাবনা রয়েছে।
টুরিষ্ট পুলিশ জোনের ওসি হাসনাইন পারভেজ বলেন, আমরা ও উপজেলা প্রশাসন পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষনিক প্রস্তুত আছি।
পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, বিগত দিনের মতো পর্যটক নেই, আবহাওয়া ভালো হলে পর্যটক বাড়বে। আমরা পৌর কতৃপক্ষ পর্যটকদের জন্য নিরাপত্তা জোরদার করেছি।