রবিবার, ০৬ Jul ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন
অনলাইন ডেক্স: বরগুনা সদর উপজেলার বিষখালী নদীর বান্দরগাছিয়া পয়েন্টে অভিযান চালিয়ে ৩টি বেহুন্দি (বাঁধা) জাল, ৭টি চিংড়ি জাল ও ৩টি চরগরাসহ মোট ১৩টি নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।
সোমবার (২২ মে) রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূরের নেতৃত্বে বিষখালী নদীতে অভিযান চালিয়ে ১৩টি অবৈধ জাল জব্দ করে পরে তা খাকদোন নদীর তীরে পুড়িয়ে নষ্ট করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।