শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ : জননেত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বরিশালে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পার্ঘ অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মে) সকাল সাড়ে ১০ টায় নগরের শহীদ সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে জেলা ও মহানগর আওয়ামীলীগ। বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। দলীয় নেতা-কর্মীদের স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহনে আলোচনা সভায় ক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী, সৈয়দ আনিসুর রহমান, মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন, সাবেক মহানগর আওয়ামীলীগ সাধারন সম্পাদক অ্যাডভোকেট আফজালুল করীম, বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়ন গাজী নঈমুল হোসেন লিটু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, আয়শা তৌহিদা লুনা, জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আঃ রাজ্জাক প্রমুখ। এরআগে সকাল ১০ টায় দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পার্ঘ অর্পণ জেলা ও মহানগর আওয়ামীলীগ নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।