বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৭:২৬ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাঈনুল ইসলাম এর বিরুদ্ধে কলাগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নির্ধারিত বার্ষিক পরীক্ষা বাতিলের অভিযোগ উঠেছে।
গত, ৪’ডিসেম্বর-২০২২ ইং তারিখ কলাগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ে নির্ধারিত বার্ষিক পরীক্ষা না নিয়ে দলীয় সমাবেশে শিক্ষার্থীদের পাঠানোর অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক সোহরাব হোসেন এর বিরুদ্ধে।
এবিষয়ে প্রধান শিক্ষক সোহরাব হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, দলীয় সমাবেশে পাঠানোর বিষয়ে তিনি জড়িত নয়। তবে বার্ষিক পরীক্ষা বাতিলের বিষয়ে জানান বিদ্যালয়ের সভাপতি কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান মাঈনুল ইসলাম এর নির্দেশে নির্ধারিত বার্ষিক পরীক্ষা বাতিল করা হয়েছে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মাঈনুল ইসলামকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও রিসিভ না করায় তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।