বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৯:২৬ অপরাহ্ন
অনলাইন ডেক্স: বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়ন, দশম ধাপে বেতন স্কেল নির্ধারণ, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে উন্নীতকরণ, আউট সোর্সিং পদ্ধতি বাতিল করে নিয়োগকৃত ও উন্নয়নখাতের কর্মচারীদের রাজস্বখাতে স্থানান্তর এবং সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর ও অবসরের বয়সসীমা ৬২ বছর নির্ধারণসহ ৭ দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছেন সরকারি কর্মচারীরা।
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ বরিশাল বিভাগীয় শাখার ব্যানারে শনিবার (০১ অক্টোবর) বেলা ১১টায় নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের বিভাগীয় সমন্বয়ক গোলাম কাদের তানুর সভাপতিত্বে এবং কমিটির সদস্য মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের জেলা সমন্বয়ক মো. জসিম উদ্দিন হাওলাদার, জেলা ও দায়রা জজ আদালতের নাজির হেদায়েতুন্নবী জাকির, প্রাথমিক শিক্ষক মো. সাব্বির হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী মো. মজিবুর রহমান, পলিটেকনিক ইনস্টিটিউটের কর্মচারী জহিরুল হক সালাম, কৃষি বিভাগের কর্মচারী আবুল কালাম আজাদ ও বিএসটিআই কর্মচারী মইনুল হোসেনসহ অন্যান্য।