রবিবার, ২৭ Jul ২০২৫, ০৬:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বেড়িবাঁধে সবুজ বেষ্টনী প্রকল্পের গাছ কেটে পাউবো’র যায়গায় দোকান ঘর নির্মাণ’র অভিযোগ দুমকিতে সরকারি ডাক্তার এনামুল হক কর্তৃক রুগীর স্বজনকে হুমকি প্রদানে থানায় অভিযোগ টেকসই বাধের অভাবে চরাঞ্চলের হাজারো মানুষ পানিবন্দি লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল।।পায়রা সমুদ্র বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত কুয়াকাটায় সমুদ্রে গোসলে নেমে জোয়ারে ভেসে যাচ্ছিল পর্যটক, উদ্ধার করলো জেলেরা অতিরিক্ত পিপি নিয়োগ পেলেন তারেক আল ইমরান বাউফলে অসাধু ব্যবসায়ীর কবলে বিলুপ্ত হচ্ছে দেশি প্রজাতির মাছ চাঁদাবাজির টাকা নয় সৎ পথে উপার্জিত অর্থ দান করলেন মেজবাহ উদ্দিন ফরহাদ কলাপাড়ায় ক্ষতিকারক সামাজিক রীতিনীতিকে চ্যালেঞ্জ জানাতে সম্প্রদায় বিষয়ক সংলাপ বৃষ্টি উপেক্ষা করে কলাপাড়ায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা ইউএনওর বদলির খবরে কুয়াকাটায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল কলাপাড়ায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম এর পঞ্চম মৃত্যু বাষিকী পালিত বরিশালে দিনে দুপুরে বাসা থেকে মোটরসাইকেল চুরি কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত
জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে (পিআইও) চলছে অর্ধদিবস কর্মবিরতি

জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে (পিআইও) চলছে অর্ধদিবস কর্মবিরতি

Sharing is caring!

গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলা প্রতিনিধি জুয়েল মোল্লা : আজ সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে সারাদেশের ন্যায় গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে কর্মকর্তা- কর্মচারী কর্মবিরতি শুরু করেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিরান হোসেন মিয়া বলেন- ৫ দফা দাবি নিয়ে আমরা এ কর্মবিরতি পালন করছি। পাঁচদফা দাবি গুলো হল ‘ ১। দুর্যোগ ব্যবস্থাপনা আইন -২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন। ২। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ( ডিআরআরও) পদ আপগ্রেডেশন। ৩। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআই পদ আপগ্রেডেশন ৪)সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্ম চারীদের পদনাম পরিবর্তন। ৫) শূন্যপদ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্যপদ পদন্নতি/ চলতি দায়িত্ব/ নিযোগের মাধ্যমে পুরন। তিনি আরও বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১২ কার্যকর হয়েছে প্রায় এক যুগ আগে।

অথচ এর আওতায় কর্মরত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের (পিআইও) জনবলকাঠামো ও নিয়োগবিধি এখনো অনুমোদন হয়নি। আমাদের দাবী দুইজন উপ-সহকারী প্রকৌশলী, দুইজন কার্য- সহকারী, একজন উচ্চমান সহকারী, একজন এমএলএস এস নিয়োগের দাবিতে আজ ১২ সেপ্টেম্বর হতে ১৫ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতি পর্যন্ত সকাল আটটা হতে বারোটা পর্যন্ত আমাদের এই অর্ধ-দিবস কর্মবিরতি পালন করবো।

বৃহস্পতিবার জেলা কর্মকর্তার মাধ্যমে ডিসি মহোদয়ের(জেলা প্রসাশক) কাছে স্মারক লিপি প্রদান করা হবে যাতে করে মন্ত্রণালয়ে পৌঁছাতে পারে। তিনি আরো বলেন- ‘বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, ভূমিকম্পসহ দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও ক্ষয়ক্ষতির লাঘব ও মানবিক সহায়তা ত্রাণ বিতরণে যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে তারা হলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী।

কিন্তু দুঃখের বিষয় বঙ্গবন্ধুর হাতে গড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা ২০২২ সালেও অবহেলিত এবং বঞ্চিত। আর তাই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যান পরিষদ কতৃক এ কার্যক্রম সুষ্ঠুভাবে টিকিয়ে রাখার স্বার্থে জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হচ্ছে। এ সময় উক্ত দপ্তরের উপ সহকারী প্রকৌশলী তৌফিকুর রহমান বিপ্লব, কার্যসহকারী রোমান মোল্লা, অফিস সহায়ক মাজহারুল ইসলাম ( সজীব) উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD