বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন
মাহবুব গলাচিপা পটুয়াখালী: গলাচিপায় দুই কিশোর কে মাথা কামিয়ে আলকাত্রা দেওয়ার ঘটনায় ইউপি সদস্য সহ ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় চরবিশ্বাস বিশ্বাস ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নোমরশুইস আবাসন প্রকল্প নামক স্থানে, সরেজমিন গিয়ে জানাযায় গত ৭/৬/২০২২ইং রোজ মঙ্গলবার আনুমানিক দুপুর ২টায় চরবিশ্বাস ইউনিয়ন ৯নং ওয়ার্ডের চরবাংলা গ্রামের মোঃমফিজ মৃধার,ছেলে মোঃ তহিদুল মৃধার (৩০) এর বিয়ের জানানি খাইতে মোঃ ইউছুব হাওলাদারে ছেলে মোঃ তুহিন হাওলাদার (১৮) মোঃ লিটন গাজীর ছেলে মোঃকালু গাজী (১৯) পাশাপাশি ৮নং ওয়ার্ডের চরআগস্তী গ্রামের নুর সরদার বাড়িতে বরযাত্রী হিসাবে গেলে দুপুরের খাওয়া দাওয়া শেষে তুহিন ও কালু বেইন সম্পর্কে এক মেয়ের সাথে কথা বলতে গেলে ওই এলাকায় ত্রাস বাহিনী মোঃনজির হাওলাদারের ছেলে হযরত মাঝি (৪০) আঃ রাজ্জাক হাওলাদারের ছেলে হাদি হাওলাদার (৩৮) তুহিন ও কালুর উপারে ক্ষিপ্ত হইয়া যায় এক পর্যায়ে ওদের কে তাপ্পর কিল ঘুষি লাথি মারিয়া নোমরশুইস আনিয়া স্থানীয় মেম্বার ছায়েম গাজির কাছে হস্তান্তর করলে, মাথা কামিয়ে আলকাত্রা দেওয়ার অনুমতি দেয় ইউপি সদস্য ছায়েম গাজী।
বিকাল ৫টায় হযরত ও হাদি তুহিন কালু কে আবাসন প্রকল্পের ভিতরে নিয়ে লোকজনের সামনে মাথা কামিয়ে আলকাত্রা দিয়েছেন। উক্ত ঘটনার বিষয় গত ৯/৬ /২০২২ইং তুহিনের বাবা বাদি হয়ে ৩জন আসামী করে গলাচিপা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন যার মামলা নং সি,আর ৪২৯/২০২২ মামলা টি পিবিআই তদান্তধীন আছে।