বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ডাকাতিসহ একাধিক মামলার আসামী শহিদ ফকির গ্রেফতার কুয়াকাটায় নারী কৃষকদের দুইদিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা বাউফলে কৃষকলীগের কেন্দ্রীয় নেতা পুলিশের হাতে গ্রেপ্তার নির্বাচনের আগে লটারির মাধ্যমে এসপি-ওসিদের বদলি হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন কমিশনকে  চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বরিশাল কালচারাল অফিসার অসিতের বিরুদ্ধে জেলা প্রশাসনের তদন্ত শুরু কলাপাড়া থানা পুলিশ’র ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত বাউফলে সাংবাদিকদের সাথে কৃষকদলের কেন্দ্রীয় নেতার মতবিনিময় কুয়াকাটা সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার আমাদের পালাবার যায়গা নেই।।তাই জনগণের স্বার্থবিরোধী কিছু করা যাবেনা…. এবিএম মোশাররফ হোসেন শেখ হাসিনা পালানোর ১ বছর পূর্তি উপলক্ষ্যে পটুয়াখালী সাবেক পৌর শ্রমিক দলের বিজয় মিছিল দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় এমন কাজ করবনা…. এবিএম মোশাররফ হোসেন বাউফলে স্প্রেইড হিউম্যানিটি’র উদ্যোগে অর্থ সহায়তা প্রদান সন্ত্রাসী চাঁদাবাজ দুর্নীতিবাজ চাউল চোরদের রুখে দিতেই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে ।। মেজবাহ উদ্দিন ফরহাদ ৫ আগস্টে কলাপাড়া বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
বৈদ্যুতিক খুঁটির কারণে দুটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চার যুবক

বৈদ্যুতিক খুঁটির কারণে দুটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চার যুবক

Sharing is caring!

এস এল টি তুহিন: বরিশাল নগরীর বান্দরোডে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন সড়কের মাঝে একটি বৈদ্যুতিক খুঁটি দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায়শই সড়কের মোড় ঘুরতে গিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে ঘটছে একের পর এক দুর্ঘটনা। প্রাণ হারাচ্ছেন কারও না কারও মায়ের সন্তান।

সড়কের মাঝে ওই বৈদ্যুতিক খুঁটির কারণে পরপর দুটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চার যুবক। সবশেষ গত শুক্রবার রাতে বান্দরোডেও ওই বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে দুই যুবক নিহত হন। যদিও দুর্ঘটনায় তাদের দুজনের মৃত্যুর জন্য বেপরোয়া গতীতে মোটরসাইকেল চালানোকেই দায়ি করছেন স্থানীয়রা। আবার সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি থাকার বিষয়টি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

সরেজমিনে দেখা যায়, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল অদূরে বান্দ রোডের মোড়ে প্রায় সাড়ে তিন ফুট রাস্তার ভেতরে একটি বৈদ্যুতিক খুঁটি রয়েছে। ফলে প্রায় সময়ই খুঁটিটির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা। বরিশাল কোতোয়ালি মডেল থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ওই খুঁটির একটি মোটরসাইকেল আছড়ে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা দুই বন্ধুর একজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। অপরজনকে হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পরে মৃত্যু হয়। নিহতরা হলেন- নগরীর বাজার রোড হাটখোলা এলাকার উত্তম সাহার ছেলে সুদীপ্ত সাহা ও একই এলাকার দিলীপ সাহার ছেলে অন্তু সাহা।

খোঁজ নিয়ে জানা গেছে, এর পূর্বে গত বছরের ৯ আগষ্ট একই স্থানে বৈদ্যুতিক খুঁটির ওপর মোটরসাইকেল আছড়ে পড়ে আরও দুই যুবক নিহত হন। তারা হলেন- নগরীর ভাটিখানা সেকশন রোডের বাসিন্দা ও ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ছাত্রলীগ নেতা আহমেদ হোসেন রুবেল (৩০) এবং কাউনিয়া ব্রাঞ্চরোড এলাকার ব্যবসায়ী মো. উজ্জল মাতুব্বর (৩৫)। দুটি দুর্ঘটনার ধরন একই ছিল বলে দাবি স্থানীয়দের।

স্থানীয় ব্যবসায়ী দেলোয়ার জানিয়েছেন, সিটি কর্পোরেশন রাস্তা প্রশস্তকরণের পর বৈদ্যুতিক খুটিটি রাস্তার মাঝেই থেকে যায়। অথচ ওই খুঁটিটি অততা গুরুত্বপূর্ণ নয়। খুঁটির সাথে তেমন কোন বৈদ্যুতিক সংযোগও নেই। যে কারণে খুঁটিটি সড়কের পাশে সরিয়ে নেয়ার কথা থাকলেও বিদ্যুৎ বিভাগ তা করেনি। যে কারণে খুঁটিটি এখন দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ প্রসঙ্গে বরিশাল সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন ভ‚লু বলেন, বিষয়টি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের অবহিত করা হবে। তবে মোটরসাইকেল চালকদেরও সচেতন হতে হবে। বেপরোয়া গতীতে মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকলে দুর্ঘটনাও কমে যাবে।

এ প্রসঙ্গে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানির বরিশাল বিক্রিয় ও বিতরণ কেন্দ্র-১ এর নির্বাহী প্রকৌশলী মো. আমজাদ হোসেন বলেন, ‘খুটির বিষয়টি আমার জানা নেই। কেউ অভিযোগও করেনি। তার পরেও ঘটনাস্থলে লোক পাঠিয়ে বিষয়টি সম্পর্কে খোঁজ নেয়া হবে এবং খুঁটি সরানোর বিষয়ে ব্যবস্থাগ্রহণ করা হবে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD