বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০১:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলের কালাইয়া মাদ্রাসার হাফেজদের পাগড়ি প্রদান ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত তালতলীতে সুশীলন, সিসিএইচআর প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত বরিশালে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেছে আল আরাফাহ ইসলামি ব্যাংক ‎ পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীর গোলখালী ইউনিয়নে পথযাত্রা কলাপাড়ায় ৫৪ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা কলাপাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ৯নং ওয়ার্ড জয়ী কুয়াকাটায় পতিতাবৃত্তির অভিযোগে জামায়াত সভাপতি বহিষ্কার গলাচিপায় ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ পটুয়াখালীতে ভূমি দস্যুদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান: জব্দ  হলো অবৈধ ভ্যাকু পটুয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী’র মনোনয়নপত্র সংগ্রহ তারেক রহমানের দেশে ফেরা ঠেকাতে হাদী হত্যাকাণ্ড -রহমাতুল্লাহ শহীদ ওসমান হাদির মৃত্যুতে জাতীয় শোক: পটুয়াখালী সরকারি জুবিলী স্কুলে উৎসবের ধৃষ্টতা হাদীর মৃত্যু’তে সারাদেশে শোকের ছায়া-পটুয়াখালীতে জামায়াত নেতা আন-নাহিয়ান এর অনুমতিতে কনসার্ট পিপলস রাইট ফাউন্ডেশনের এক বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ওসমান হাদির হত্যার প্রতিবাদে কুয়াকাটায় বিক্ষোভ। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান
বোনের জানাজায় আংশ নিতে এসে বরিশালে সড়ক দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু

বোনের জানাজায় আংশ নিতে এসে বরিশালে সড়ক দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু

Sharing is caring!

এস এল টি তুহিন: বোনের জানাজায় অংশ নিতে এসে নিজেই লাশ হয়ে বাড়ি ফিরলেন বাকেরগঞ্জ উপজেলার দুধল মৌ ইউনিয়নের সুন্দর কাঠি গ্ৰামের আবুল কাশেম হাওলাদারের ছেলে রমজান হাওলাদার (৪০)।

রোববার (২৯ মে) বেলা সাড়ে ১১টায় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিষয়টি নিশ্চিত করেছেন রমজান হাওলাদারের মেয়ে জামাই মেহেদী হাসান সজল।  উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহতের লাশ শনাক্ত করতে এসে এসব কথা জানান তিনি।

তিনি বলেন, শনিবার রাতে বাকেরগঞ্জ উপজেলার দুধল মৌ ইউনিয়নের সুন্দর কাঠি গ্ৰামের নিজ বাড়িতে মারা যান রমজান হাওলাদারের বোন ময়না বেগম। আজ রোববার সকাল ১০টায় তার জানাজার নামাজে অংশ নেওয়ার কথা ছিল। শনিবার রাতে তিনি ঢাকা থেকে রওয়ানা হয়। কিন্তু গাড়িটি উজিরপুর উপজেলার বামরাইল নামক স্থানে পৌঁছালে দুর্ঘটনা ঘটে।

ঢাকা থেকে ভান্ডারিয়াগামী যমুনা পরিবহন যাত্রী নিয়ে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দেয়। এতে ১০ জন নিহত হয়। এছাড়াও ২০ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী আর্শাদ।

নিহত ১০ জনের মধ্যে ৭ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন, ঝালকাঠি জেলার নেয়রি গ্ৰামের মনির হোসেন হাওলাদারের ছেলে আরাফাত হো‌সেন হাওলাদার (৯), পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার উত্তর ভেচকি গ্ৰামের কুদ্দুস আকনের ছেলে নজরুল ইসলাম আকন (৩৫), পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার রাজিব আকনের স্ত্রী আ‌নোয়ারা বেগম (২৩),  বরগুনা জেলার বেতাগী উপজেলার সোহরাব বেপারীর ছেলে মো. হা‌লিম মিয়া (৩১), ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার সুতারকান্দা গ্ৰামের মৃত আওলাদ আলী মোল্লার ছেলে সেন্টু মোল্লা (৫০), উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্ৰামের মনোরঞ্জন শীলের ছেলে মাধব শীল (৪৫), বরিশাল জেলার বাকেরগঞ্জের দুধল মৌ ইউনিয়নের সুন্দর কাঠি গ্ৰামের আবুল কাসেম হাওলাদার এর ছেলে রমজান হাওলাদার (৪০)।

দূর্ঘটনাকবলিত বাস থেকে আটজন, পাশের ডোবা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয় এবং শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া ২০ জনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে প্রেরন করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD