সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে রিকশা শ্রমিকদের নিয়ে ধানের শীষের ব্যতিক্রমী প্রচারণা বরিশালে চাকরি পুনর্বহালের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শ্রমিকদের অবস্থান, বিক্ষোভ বিপ্লব ও সংহতি দিবসে মহসিন সিকদারের নেতৃত্বে র‍্যালী সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদের বক্তব্যে বরগুনায় আইনজীবীদের প্রতিবাদ সাংবাদিক পেশার নাম ব্যবহার করে বরিশালে ভয়ংকর অপরাধ করে যাচ্ছে আরিফ বাউফলে উপজেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত নারীকে কু/পি/য়ে জখম, শ্লীলতাহানির অভিযোগ গর্ভবতী গরু জবাই ও মাংস বিক্রির দায়ে কসাইকে অর্থদণ্ড ও কারাদন্ড কলাপাড়া জাটকায় সয়লাব।। অভিযান শুধু সড়কে সংখা দিয়ে নয়, মানসম্মত শিক্ষাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হওয়া উচিত ….এবিএম মোশাররফ হোসেন ভোট যেন না হয় সে ষড়যন্ত্র চলছে : সরোয়ার বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা বরিশালের পাঁচটি আসনে বিএনপির প্রার্থী হলেন যারা জরাজীর্ণ ভবনে প্রাণভয়ে ক্লাস করছে কোমলমতি শিক্ষার্থীরা পূন্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাসপূজা, মেলা চলবে ৫ দিন
বরিশাল জেলায় নতুন ভোটারের লক্ষ্যমাত্রা ১ লাখ ৫২ হাজার ৬৬১ জন

বরিশাল জেলায় নতুন ভোটারের লক্ষ্যমাত্রা ১ লাখ ৫২ হাজার ৬৬১ জন

Sharing is caring!

এস এল টি তুহিন: ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২২ এর তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রমের কর্ম পরিকল্পনা নিয়েছেন বরিশাল সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়। ভোটার সংখ্যাকে ৭.৫% হারে জেলায় ১ লাখ ৫২ হাজার ৬৬১ জনকে নতুন ভোটারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ, বি, সি নামের ৩টি টিমের মাধ্যমে পর্যায়ক্রমে আগামী ২০ মে থেকে ২৫ অক্টোবর পর্যন্ত তথ্য সংগ্রহ এবং ১০ জুন থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ভোটার নিবন্ধন কার্যক্রম চলবে বলে জানিয়েছেন বরিশাল সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নুরুল আলম। জানা গেছে নানা তথ্য।

বরিশাল সদর : সদর উপজেলায় ৪ লাখ ৩৪ হাজার ৮২১ জন ভোটার বিদ্যমান থাকলেও ৭.৫% হারে নতুন ভোটার সংখ্যা ধরা হয়েছে ৩২ হাজার ৬১২ জন। এ লক্ষ্যমাত্রাকে সামনে রেখে ৪৮ জন সুপারভাইজারের নির্দেশে ২১৮ জন তথ্য সংগ্রহকারী ও ১৫ জন অপারেটর আগামী ২০-০৫-২২ থেকে ০৯-০৬-২২ তারিখ পর্যন্ত বরিশাল সদর উপজেলায় নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করবে। তথ্য সংগ্রহকৃত ভোটারদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবে টিম এ ও সি। টিম এ আগামী ১০-০৬-২২ থেকে ১৮-০৮-২২ তারিখ এবং টিম সি ১২-০৭-২২ থেকে ১৯-০৮-২২ তারিখে পূর্বে তথ্য সংগ্রহ করা ভোটারদের নিবন্ধন কার্যক্রম শেষ করবে। টিম এ ও সি ১০৪ দিনে সকল কার্যক্রম সম্পন্ন করার সময় পেয়েছে।

গৌরনদী : বর্তমানে ১ লাখ ৬৯ হাজার ৯১২ জন ভোটার রয়েছে গৌরনদী উপজেলায়। নতুন ভোটারের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে ১২ হাজার ৭৪৩ জন। আগামী ২০-০৫-২২ থেকে ০৯-০৬-২২ তারিখ পর্যন্ত  টিম বি ১৬ জন সুপারভাইজার ও ৮০ জন তথ্য সংগ্রহকারী নবাগত ভোটারদের তথ্য সংগ্রহ করবে। আবার ১০-০৬-২২ থেকে ২১-০৭-২২ পর্যন্ত টিম বি গৌরনদী উপজেলার তথ্য সংগ্রহকৃত ভোটারদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবে।

আগৈলঝাড়া : এ উপজেলায় নতুন ভোটারের সংখ্যা ধরা হয়েছে ৯ হাজার ৫১১ জন। বিদ্যমান ভোটার রয়েছে ১ লাখ ২৬ হাজার ৮১৩ জন। আগামী ২০-০৫-২২ থেকে ০৯-০৬-২২ তারিখ পর্যন্ত  টিম সি ১০ জন সুপারভাইজার ও ৪৪ জন তথ্য সংগ্রহকারী ভোটারদের তথ্য সংগ্রহ করবে। আবার ১০-০৬-২২ থেকে ০৮-০৭-২২ পর্যন্ত আগৈলঝাড়া উপজেলায় ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হবে।

মেহেন্দিগঞ্জ : টিম বি ৩৪ জন সুপারভাইজার ও ১২৬ জন তথ্য সংগ্রহকারী ১৮ হাজার ৯১৭ জন নতুন ভোটারের লক্ষ্যমাত্রা নিয়ে টিম বি তথ্য সংগ্রহ করবে আগামী ০২-০৭-২২ থেকে ২২-০৭-২২ তারিখ পর্যন্ত। আর ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হবে ২৩-০৭-২২ থেকে ১৯-০৯-২২ তারিখ পর্যন্ত। মেহেন্দিগঞ্জ উপজেলায় বিদ্যমান ভোটার সংখ্যা রয়েছে ২ লাখ ৫২ হাজার ২৩১ জন।

মুলাদী : ১২ হাজার ৫৮৪ জন নয়া ভোটারের লক্ষ্য নিয়ে টিম এ ১৮ জন সুপারভাইজার ও ৯০ জন তথ্য সংগ্রহকারী মুলাদী উপজেলায় ৩০-০৭-২২ থেকে ১৯-০৮-২২ তারিখ পর্যন্ত তথ্য সংগ্রহ করবে। এবং ২০-০৮-২২ থেকে ২৫-০৯-২২ তারিখ পর্যন্ত ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবে। এই উপজেলায় বর্তমান ভোটার সংখ্যা রয়েছে ১ লাখ ৬৭ হাজার ৭৮৩ জন।

বাকেরগঞ্জ : আগামী ৩০-০৭-২২ থেকে ১৯-০৮-২২ তারিখ পর্যন্ত নতুন বাকেরগঞ্জ উপজেলার নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে। লক্ষ্যমাত্রা ২০ হাজার ৮৫০ জন ভোটারের তথ্য সংগ্রহ করবে ১৩৫ জন তথ্য সংগ্রহকারী। এবং ২১-০৮-২২ থেকে ২৫-১০-২২ তারিখ পর্যন্ত ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবে টিম সি এর অধীনে ২৯ জন সুপারভাইজার। এ উপজেলায় বিদ্যমান ভোটার সংখ্যা রয়েছে ২ লাখ ৭৮ হাজার ০৪ জন।

হিজলা : ৬৮ জন তথ্য সংগহকারী হিজলা উপজেলায় ৯ হাজার ৪৪২ জন লক্ষ্যমাত্রা ভোটারের তথ্য সংগ্রহ করবে। এই তথ্য সংগ্রহ করা হবে আগামী ০৬-০৯-২২ থেকে ২৬-০৯-২২ তারিখ পর্যন্ত। আবার তথ্য সংগ্রহকৃত ভোটারদের আগামী ২৭-০৯-২২ থেকে ২৪-১০-২২ পর্যন্ত ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবে টিম এ। থাকবেন ১৪ জন সুপারভাইজার। এ উপজেলায় বর্তমান ভোটার সংখ্যা হল ১ লাখ ২৫ হাজার ৮৮৭ জন।

বাবুগঞ্জ :  টিম বি ৯ হাজার ৮৩৬ জন নতুন ভোটারের লক্ষ্য নিয়ে ১৮ জন সুপারভাইজার ও ৬০ জন তথ্য সংগ্রহকারী বাবুগঞ্জ উপজেলায় ৩১-০৮-২২ থেকে ২০-০৯-২২ তারিখ পর্যন্ত তথ্য সংগ্রহ করবে। এবং ভোটার নিবন্ধন কার্যক্রম ২১-০৯-২২ থেকে ২০-১০-২২ তারিখের মধ্যে শেষ হবে। এই উপজেলায় বর্তমান ভোটার সংখ্যা রয়েছে ১ লাখ ৩১ হাজার ১৪৫ জন।

বানারীপাড়া : আগামী ০১-১০-২২ থেকে ২১-১০-২২ তারিখ পর্যন্ত বানারীপাড়া উপজেলায় ১০ হাজার ৭০৪ জন নতুন ভোটারের লক্ষ্যমাত্রা নিয়ে তথ্য সংগ্রহ করবে ৮২ জন তথ্য সংগ্রহকারী। তথ্য সংগ্রহকৃত ভোটারদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবে টিম বি ও সি। টিম বি আগামী ২২-১০-২২ থেকে ২০-১১- ২২ তারিখ এবং টিম সি ১৮-১১-২২ থেকে ২০-১১-২২ তারিখে ভোটারদের নিবন্ধন কার্যক্রম শেষ করবে। সুপারভাইজার থাকবে ১৮ জন। এ উপজেলায় বিদ্যমান ভোটার সংখ্যা রয়েছে ১ লাখ ৪২ হাজার ৭২৪ জন।

উজিরপুর : এ উপজেলায় নতুন ভোটারের সংখ্যা ধরা হয়েছে ১৫ হাজার ৪৬২ জন। তথ্য সংগ্রহকারীর সংখ্যা ৯৭ জন। সুপারভাইজার ২০ জন। উজিরপুরে আগামী ০৫-১০-২২ থেকে ২৫-১০-২২ তারিখ পর্যন্ত তথ্য সংগ্রহ করা হবে। এবং ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবে টিম এ ও সি। টিম এ আগামী ২৬-১০-২২ থেকে ২০-১১-২২ তারিখ এবং টিম সি আগামী ২৭-১০-২২ থেকে ১৭-১১-২২ তারিখ মধ্যে শেষ করবে। বর্তমানে এ উপজেলায় ২ লাখ ৬ হাজার ১৫৪ জন ভোটার রয়েছে।

একাধিক সচেতন ব্যক্তি জানিয়েছেন, প্রতি ভোটার তার শিক্ষা সনদ ও জন্মসদন এর সাথে মিল রেখে সকল কার্যক্রম সম্পন্ন করলে ভবিষ্যতে নাম ও বয়স সংশোধনের জন্য হয়রানী হতে হয় না। এ সব দেখে তথ্য সংগ্রহকারীদের পাশাপাশি তথ্যদাতাদের ভালোভাবে খেয়াল রাখা উচিৎ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD