শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ১২:২৭ অপরাহ্ন
পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ বরিশালের অন্যতম বিদ্যাপিঠ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের পশ্চিম পাশের প্রবেশ পথটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে এমন সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে মাননীয় মেয়রের দৃষ্টি আকর্ষণ হয়, এর প্রেক্ষীতে তিনি তার সিটি কর্পোরেশনের কর্মী দের সি এন্ড বি মহাসড়কে কলেজের গেটের সম্মুখে ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট স্হানটি অপসারিত করে অন্যত্র স্হাপন করেন।
এমন উদ্দ্যাগে শিক্ষার্থী এবং রাস্তায় চলাচল করা পথচারীরা নিস্তার পেলো দুর্গন্ধ থেকে । এই গেট থেকে চলাচল করা শিক্ষার্থীরা বলেন, ক্যাম্পাসে প্রবেশের পথে এমন আবর্জনা পরিষ্কার করায় গেটটি ব্যবহার উপযোগী হয়েছে ,বিভিন্ন ভাবে বায়ু দূষনের হাত থেকে বেচেঁ গেছি আমরা,কর্তৃপক্ষের এমন ব্যবস্হা গ্রহন করায় জানাই আন্তরিক ভাবে ধন্যবাদ। এ ব্যাপারে সরকারি সৈয়দ হাতেম আলী প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর মুঃ মুস্তফা কামাল বলেন,আমরা কলেজ কর্তৃপক্ষ এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে দিকনির্দেশনা মূলক ব্যানার স্হাপন করেছি এবং স্হানীয় জনগনের সহযোগিতা কামনা করছি কেননা পরিচ্ছন্ন নগরী সকলের অধিকার ।