শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
দেশবাসীকে তারেক রহমানের ধন্যবাদ জ্ঞাপন ৩০০ ফিটের সব বর্জ্য অপসারণ করবে বিএনপি দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরিশালে শীতার্তদের পাশে ‘স্মার্ট উদ্যোগ’ ও ‘এস ই এফ সংগঠন বাউফলের কালাইয়া মাদ্রাসার হাফেজদের পাগড়ি প্রদান ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত তালতলীতে সুশীলন, সিসিএইচআর প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত বরিশালে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেছে আল আরাফাহ ইসলামি ব্যাংক ‎ পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীর গোলখালী ইউনিয়নে পথযাত্রা কলাপাড়ায় ৫৪ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা কলাপাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ৯নং ওয়ার্ড জয়ী কুয়াকাটায় পতিতাবৃত্তির অভিযোগে জামায়াত সভাপতি বহিষ্কার গলাচিপায় ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ পটুয়াখালীতে ভূমি দস্যুদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান: জব্দ  হলো অবৈধ ভ্যাকু পটুয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী’র মনোনয়নপত্র সংগ্রহ তারেক রহমানের দেশে ফেরা ঠেকাতে হাদী হত্যাকাণ্ড -রহমাতুল্লাহ
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন বরিশালের নিপা

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন বরিশালের নিপা

Sharing is caring!

একটার ওপর আরেকটা এভাবে করে মাত্র এক মিনিটে ৭১টি কয়েন রেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন বরিশালের মেয়ে নুসরাত জাহান নিপা। ইতোমধ্যে নিপা হাতে পেয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ প্রেরিত স্বীকৃতির সনদ। আর এতে নিপার স্বামীসহ বাবা-মা এবং শুভাকাঙ্খিরা বেশ উচ্ছসিত। নুসরাত জাহান নিপা (৩০) নগরীর দক্ষিণ সাগরদী এলাকার বাসিন্দা ও রাজনীতিবিদ দেওয়ান আব্দুর রশিদ এবং গৃহিনী মোসাম্মৎ পারভীনের একমাত্র কন্যা।

সরকারী বিএম কলেজ থেকে ক্যামেষ্ট্রি মাস্টার্স পাশ করে বেসরকারী উন্নয়ন সংস্থায় চাকরির পাশাপাশি নিপা অনলাইনের একটি প্লাটফর্মে নিজেকে ভলান্টিয়ার হিসেবে যুক্ত রেখেছেন। বেসরকারী একটি ব্যাংকের কর্মকর্তা কাজী সামসুজ্জামানের সাথে চার বছর পূর্বে নিপার বিয়ে হয়েছে। বর্তমানে তারা নগরীর নথুল্লাবাদ সংলগ্ন লুৎফর রহমান সড়কের একটি বাসায় বসবাস করছেন।

নুসরাত জাহান নিপা বলেন, গতবছর মহামারি করোনার সংক্রমন যখন গোটা দেশে ছড়িয়ে পরে তখন লকডাউনে ঘরে বসে ইউটিউবে একটা ভিডিও দেখতে পান। যেখানে একটার ওপর একটা কয়েন স্তুপ করে টাওয়ারের মতো তৈরি করা হয়।

তিনি বলেন, এভাবে করে ২০১৫ সালে এক মিনিটে ৬৯টি কয়েন স্তুপ করে টাওয়ারের মতো বানিয়ে এক ব্যক্তি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান। এরপর চিন্তা করলাম ওই ব্যক্তি পারলে আমি কেন পারবো না। পরবর্তীতে অনুশীলন শুরু করি এবং চলতি বছরের আগস্ট মাসে আবেদন জানাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। এরপর গত ২৪ নবেম্বর ডকুমেন্টসহ ভিডিও বানিয়ে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের জন্য পাঠিয়ে দেই। সেখানে আমি এক মিনিটে একটার ওপর আরেকটা করে মাত্র এক মিনিটে ৭১টি কয়েন রাখতে সক্ষম হই।

তিনি আরও বলেন, গত ৩০ নবেম্বর ই-মেইলে কর্তৃপক্ষ আগের রেকর্ড ভেঙ্গে আমার রেকর্ড গিনেজ ওয়ার্ল্ডে জায়গা করে নিয়েছে বলে জানিয়েছেন। পরবর্তীতে গত ২১ ডিসেম্বর কাঙ্খিত সনদটি আমি হাতে পাই। নিপা বলেন, এটি পাওয়ার পর স্বামীসহ বাবা-মা, শ্বশুরবাড়ির লোকজন সবাই বেশ খুশি হয়েছেন। অনেক শোভাকাঙ্খীরা অভিনন্দন জানাচ্ছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD