শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০১:৩৮ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ২০২১ ইং সনের এসএসসি পরীক্ষায় দ্বায়িত্ব পালন করার লক্ষে কেন্দ্র পরিদর্শকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা এগারোটায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো.আবদুর রহিম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো.আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন দুইটি কেন্দ্রে দ্বায়িত্বপ্রাপ্ত সহকারী কেন্দ্র সচিব, হলসুপার, প্রতিষ্ঠান প্রধানগণ এবং কক্ষ পরিদর্শকগণ।
খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.নূরুল হক’র সঞ্চালনায় সভায় পরীক্ষা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করা হয়।
খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন বলেন, কক্ষে থাকা প্রত্যেক শিক্ষার্থীকে নিজের সন্তান মনে করে ভয়হীন সুন্দর পরীক্ষা গ্রহনের ব্যাবস্থা করতে হবে।